ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘অভিজিৎ ধর্মীয় অপব্যাখ্যার শিকার’

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
‘অভিজিৎ ধর্মীয় অপব্যাখ্যার শিকার’ ড. মীজানুর রহমান

ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ রায় ধর্মীয় অপব্যাখ্যার শিকার হয়েছেন বলে মন্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের।

বুধবার (০৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে অভিজিৎ রায়ের হত্যাকারীদের শাস্তি প্রদান ও দেশব্যাপী সহিংস সন্ত্রাসের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

উদীচী, চলচিত্র সংসদ ও ফটোগ্রাফিক সোসাইটি যৌথভাবে এর আয়োজন করে।

মীজানুর রহমান বলেন, ধর্মান্ধ মৌলবাদি চেতনার পরিবর্তন না হলে এ ধরনের হত্যাকাণ্ড বারেবারে হতে পারে।

জবি চলচিত্র সংসদের সাধারণ সম্পাদক দেবাশীষের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, উদীচীর সভাপতি হেদায়েত বাবু, ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মুক্তাদিরুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।