ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডে এসএসসি’তে বহিষ্কার ৩, অনুপস্থিত ১৫৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
দিনাজপুর বোর্ডে এসএসসি’তে বহিষ্কার ৩, অনুপস্থিত ১৫৬

দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবারের (৭ মার্চ) পরীক্ষায় কুড়িগ্রামে ২ পরীক্ষার্থী ও এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

এ পরীক্ষায় ১৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় ৭৮ হাজার ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ১৫৬ পরীক্ষার্থী। কুড়িগ্রাম জেলায় ২ পরীক্ষার্থী ও এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

রংপুর ভিভাগের ৮ জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ২৬ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবারে ২৩৪টি কেন্দ্রে ২ হাজার ৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।