ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে কার্যক্রম চালুর দাবিতে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
বেরোবিতে কার্যক্রম চালুর দাবিতে সমাবেশ

রংপুর: আগামী চার দিনের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আন‍ার দাবি জানিয়ে এজন্য আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফেরাতে আন্দোলনকারীরা সহযোগিতা না করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের উচিৎ শিক্ষা দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



রোববার (৮ মার্চ) বিকেলে রংপুর মহানগরীর পার্কের মোড়ে বেরোবিতে ভর্তি পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম অবিলম্বে চালুর দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

‘পার্কের মোড় এলাকাবাসী’র আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি রংপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোজাহার আলী। বক্তব্য রাখেন শিক্ষক অধ্যাপক আব্দুস সোবহান, রংপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, জাতীয় পার্টির রংপুর মহানগরের সদস্য সচিব মোহাম্মদ ইয়াসির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ চার মাস ধরে নিজেদের স্বার্থ হাসিলের জন্য গুটিকয়েক শিক্ষক শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করে আসছেন। তাদের কারণে রংপুরের মানুষের এই স্বপ্নের বিশ্ববিদ্যালয় অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।

অনশনের নামে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী নাটক করেছেন অভিযোগ করে বক্তারা বলেন, চার বেলা পেটপুরে খেয়ে আমরণ অনশন করেন তারা। এটা প্রহসনের অনশন।

বক্তারা শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নাটক বাদ দিয়ে ক্লাস-পরীক্ষায় মনোযোগী হন। নিজেদের স্বার্থে শিক্ষার পরিবেশ নষ্ট করবেন না।

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কেউ যদি ভর্তি পরীক্ষায় বাধা সৃষ্টির চেষ্টা করে তবে তাদের প্রতিহত করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।