ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৫তম বিসিএস

প্রিলিমিনারির ফল দ্রুত, ওয়েবসাইটে লিখিতের সিলেবাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
প্রিলিমিনারির ফল দ্রুত, ওয়েবসাইটে লিখিতের সিলেবাস

ঢাকা: ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমেদ।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।



পিএসসির চেয়ারম্যান বলেন, ফলাফল প্রকাশের জন্য কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুতই ফল দিতে পারবো।

এদিকে মঙ্গলবারই ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে পিএসসি।

কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) সিলেবাস পাওয়া যাবে।

এবার ১হাজার ৮০৩ টি পদের বিপরীতে সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

বিসিএস বিধিমালা সংশোধনের পর নতুন নিয়ম ও সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১০০ নম্বর ও এক ঘণ্টা সময়ের পরিবর্তে এবার ২০০ নম্বরে দুইঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়।

প্রতি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর আর ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।