ঢাকা: সম্পূরক পাঠ্যক্রম নিয়ে অনলাইন পাঠশালা মাই একাডেমি বিডি ডটকম(www.myacademybd.com)নামের ওয়েবসাইট চালু করা হয়েছে। বাংলা ভাষার এ পোর্টালটিতে রয়েছে শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর সকল পাঠ্য বই এবং টিউটোরিয়াল।
‘পড়ালেখা হোক আনন্দময়, সব সময়, সব জায়গায়’ স্লোগানে শনিবার(৪ এপ্রিল’২০১৫) বিকেলে পোর্টালটির উদ্বোধন করেন শিক্ষা সচিব মো: নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন এবং ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর।
রাজধানীর কাওরানবাজারস্থ সেমিনার হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েবসাইটটি চালু নিয়ে বিস্তারিত তুলে ধরেন মাই একাডেমির চেয়ারম্যান মেজর(অব.)এ টি কে এম ইকবাল।
শিক্ষা কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে দেশব্যপী বৈষম্যহীনভাবে ছড়িয়ে দিতে সকলের সহযোগিতায় কামনা করেন। একইসঙ্গে বাংলা ভাষায় অনলাইনে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত কনটেন্ট সমৃদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫