ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডির বৈধতা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডির বৈধতা নেই

ঢাকা: দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির বৈধতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষণের মাধ্যমে নেওয়া পিএইচডি ডিগ্রিরও বৈধতা নেই।



বুধবার (১৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষার্থী, অভিভাবক ও সর্বসাধারণকে সতর্ক করেছে।

এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এখন পর্যন্ত পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমোদন দেয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা বা কোনো দেশীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি।

এতে আরো বলা হয়েছে, কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়কে এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে দূরশিক্ষণের মাধ্যমে বা কোনো দেশীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পিএইচডি কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি। এ পর্যন্ত যারা এ ধরনের পিএইচডি ডিগ্রি নিয়েছেন এর কোনো আইনগত বৈধতা নেই।

সরকারি কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিরা পদোন্নতির জন্য বেরসকারি বিশ্ববিদ্যালয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রির সনদ গ্রহণ করে আসছে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমআইএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।