ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষক নেতাদের হাতে অবরুদ্ধ নোবিপ্রবি ভিসি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
শিক্ষক নেতাদের হাতে অবরুদ্ধ নোবিপ্রবি ভিসি

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবুল হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করেছে শিক্ষক সমিতির নেতারা।
 
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিক থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানসহ শিক্ষক সমিতির নেতারা তাকে অবরুদ্ধ করে রাখেন।


 
রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে ও উপাচার্যের বৈঠক চলছিল।
 
১০ দফা দাবিতে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে- বিভিন্ন অনুষদে ডিন নিয়োগ, শিক্ষকদের জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনে সংঘটিত বিভিন্ন অনিয়মের সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ।  
 
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, আমাদের দাবি আদায় হওয়া ছাড়া আমরা উপাচার্যের কক্ষ ছেড়ে যাব না।
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবুল হোসেন বাংলানিউজকে জানান, আমি শিক্ষক সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫            
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ