ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবিতে ছাত্রলীগের আয়োজনে নবীনবরণ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, মে ২৬, ২০১৫
ইবিতে ছাত্রলীগের আয়োজনে নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের আয়োজনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে বিজ্ঞান অনুষদ ছাত্রলীগ বিজ্ঞান অনুষদের ১৪০ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।



এ সময় বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা হালিম, হল শাখা সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা বিপ্লব কর্মকার, আনিসুর রহমান আনিস, পলাশ, নোমান,  আরাফাত, আসাদ, অনিক, রিয়ন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ২৬, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।