ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা কলেজ বিজ্ঞান মেলা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, মে ২৬, ২০১৫
শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা কলেজ বিজ্ঞান মেলা’

ঢাকা: ঢাকা কলেজের আয়োজনের পঞ্চম বারের মতো শুরু হয়েছে সেজান ম্যাংগো জুস ‘ঢাকা কলেজ বিজ্ঞান মেলা’।

মঙ্গলবার (২৬ মে) থেকে ঢাকা কলেজ প্রাঙ্গণে এ মেলা শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত।

এতে মোট ত্রিশটি স্কুল এবং ৩৭টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

বিজ্ঞান মেলার প্রথমদিন মঙ্গলবার আয়োজন করা হয় বিজ্ঞান প্রজেক্টের নির্বাচন, আই কিউ টেস্ট, সুডোকু, রুবিকস কিউব প্রতিযোগিতা, ইনফরমেটিক্স অলিম্পিয়াড ইত্যাদি। দিনের শেষ আয়োজনটি ছিল কুইজ প্রতিযোগিতার নির্বাচনী রাউন্ড, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

তবে বুধবার (২৭ মে) সকাল ৯টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অথ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং প্রফেসর শহিদুল্লাহ শিকদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন, ঢাকা কলেজের অধ্যক্ষ, আহ্বায়ক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

২৮ মে দুপুর ১২টায় এ মেলার সমাপনি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।

মেলায় দেশের নানা বিখ্যাত কলেজের শিক্ষকরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। নানা বরেণ্য কুইজমাস্টাররাও এতে উপস্থিত থাকবেন।

এ আয়োজনে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ছাড়াও রোবট প্রদর্শনী, ফটোগ্রাফি প্রদর্শনী, নানা অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা থাকবে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।