ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমবিবিএস-বিডিএস

নিবন্ধনসহ পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুন ৭, ২০১৫
নিবন্ধনসহ পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধন করাসহ পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

রোববার (0৭ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

  

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সারা দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেলে ভর্তি হয়েছেন সাত শতাধিক শিক্ষার্থী। আদালতের একটি রিট আবেদনের জন্য এসব শিক্ষার্থীর ভর্তি নিবন্ধন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। আর এ কারণে তারা পরীক্ষায় অংশ নিতেও পারেন নি।

নিবন্ধন করাসহ পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করলেও কোনো পদক্ষেপ নিচ্ছেনা সরকার। তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁসিয়ারি দেন তারা।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক হাসান রহমান, যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ হোসেন, নুর মোহাম্মদ, নন্দিনী রায় বিনদি, মাজেদুল ইসলাম, তাফহিমুল ইসলাম ও তৈমুর লংসহ আরও অনেকে বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এসএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।