ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

১৭৯৫ শিক্ষক-কর্মকর্তার গ্রেড উন্নিত ও চাকরি স্থায়ী

সিনিয়র করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, জুন ৮, ২০১৫
১৭৯৫ শিক্ষক-কর্মকর্তার গ্রেড উন্নিত ও চাকরি স্থায়ী

ঢাকা: স্কুল-কলেজের এক হাজার ৭৯৫ জন শিক্ষকের পদোন্নতি, গ্রেড পরিবর্তন ও চাকরি স্থায়ীকরণ করেছে সরকার।

সচিবালয়ে সোমবার (০৮ জুন) শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে দু’টি বিভাগীয় পদোন্নতি সভায় এ সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।


 
সভায় পঞ্চম গ্রেডে আট বছর সন্তোষজনক চাকরিকাল পূর্তিতে ৫৮৫ জন সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপককে চতুর্থ গ্রেড প্রদান করা হয়।
 
লাইব্রেরিয়ান পদ থেকে লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। সারাদেশে লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তার একটিই পদ, যেখানে প্রথমবার কাউকে পদোন্নতি দেওয়া হলো।

অপর সভায় ৫৮৫ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চাকরি স্থায়ীকরণ করা হয়েছে।
 
সভায় ২০২ জন প্রধান শিক্ষকের পদ ষষ্ঠ গ্রেডে উন্নিত করা হয়েছে।
 
সভা দু’টিতে শিক্ষা, জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।