ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বিজনেস অ্যাগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজিত ‘ব্রিটিশ কাউন্সিল বইপড়া প্রতিযোগিতায় সনদ বিতরণ- ২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আইইউবিএটির কনফারেন্স কক্ষে এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইইউবিএটির ডিপার্টমেন্ট অব ল্যাঙ্গুয়েজ ও ব্রিটিশ কাউন্সিল, ঢাকা যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
আইইউবিএটির প্রতিষ্ঠাতা ও ভাইস-চ্যান্সেলর ড. এম আলিমুল্লাহ মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে ডিপার্টমেন্ট অব ল্যাঙ্গুয়েজের সহযোগী অধ্যাপক ও সমন্বয়কারী ড. মমতাজুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি এবং টিচিং সেন্টারের ম্যানেজার ও সহকারী পরিচালক টোমাস ডোহার্টি ও আইইউএবিটির ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ও সমন্বয়ক উৎপল কান্তি দাস শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অধ্যাপক ড. এম আলিমুল্লাহ মিয়া ইংরেজি পড়ার ওপর গুরুত্বারোপসহ যারা বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, তাদের প্রশংসা করেন।
তিনি বলেন, ইংরেজি শুধুমাত্র একটি ভাষাই নয়, এটি অন্যের সঙ্গে যোগাযোগের মাধ্যমও বটে।
ড. মমতাজুর রহমান শিক্ষার্থীদের ইংরেজিতে পড়ার ওপর গুরুত্বারোপ করেন এবং পৃথিবীকে জানতে ইংরেজি জানার প্রয়োজন আছে বলে উল্লেখ করেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরিচালক, বিভাগীয় প্রধান, সমন্বয়ক, ফ্যাক্টাল্টি মেম্বর, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সবাই মিলে ফটোসেশনে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
বিজ্ঞপ্তি/এবি