ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

পটুয়াখালীতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, আগস্ট ১, ২০১৫
পটুয়াখালীতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালীতে মানববন্ধন করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

অকৃতকার্যদের পরবর্তী বর্ষে ক্লাস ও ওয়ার্ডে কাজের সুযোগ (ক্যারিঅন) পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি পালন করেন ‍তারা।



শনিবার (০১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী জামিল খান, ফারজানা শারমিন সৌমি,তানভীর আহমেদ শোভন, মাহফুজুর রহমান এবং তোহফা নিতু।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে তাদের দাবি সম্বলিত  একটি স্মারকলিপি দেয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ