ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গবেষণাকর্মে অবদান

রাবি দুই শিক্ষক পেল ডিনস্ অ্যাওয়ার্ড

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
রাবি দুই শিক্ষক পেল ডিনস্ অ্যাওয়ার্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: গবেষণাকর্মে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজ্ঞান অনুষদের দু’জন শিক্ষককে ডিনস্ অ্যাওয়ার্ড-২০১৫ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে অনুষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।



এরা হলেন, গণিত বিভাগের প্রফেসর গৌর চন্দ্র পাল এবং রসায়ন বিভাগের প্রফেসর হাসান আহমদ।

প্রফেসর গৌর চন্দ্র পাল ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং প্রফেসর হাসান আহমদ কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে এ পুরস্কার পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর অরুণ কুমার বসাক।
 
বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ডিনস্ অ্যাওয়ার্ড-২০১৫’ সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য প্রফেসর আসাবুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারান্নুম নাজ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এম রাশেদুন্নবী।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।