ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনে গ্রন্থাগারিকদের অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনে গ্রন্থাগারিকদের অনশন ছবি: সোহাগ/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি হাইস্কুল ও মাদ্রাসায় চাকরিরত ‘বঞ্চিত’ গ্রন্থাগারিকরা এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনেও অনশন করছেন।
 
জাতীয় প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে চলছে তাদের এ কর্মসূচি।

যা বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির ব্যানারে পরিচালিত হচ্ছে।
 
সমিতির সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, সারাদেশে প্রায় ২ হাজার সহকারী গ্রন্থাগারিক বৈষম্যের শিক্ষার হয়েছেন। ২০১৩ সালের ২২ অক্টোবর থেকে এ অবস্থা চলছে। সে সময় পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয় জানায়, যারা ২০১৩ সালের ৩১ জানুয়ারির মধ্যে এমপিওভুক্তির আবেদন মন্ত্রণালয়ে পৌঁছাতে পেরেছেন তারাই এমপিওভুক্ত হয়েছেন। কেবল জেলা শিক্ষা অফিসারের গাফিলতির কারণে আমাদের আবেদন আগে করা সত্ত্বেও তা পৌঁছেনি। যে জন্য বঞ্চিত হয়েছি আমরা।
 
মানবিক দিক বিবেচনায় এমপিওভুক্ত করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
 
অনশনে সংগঠনের মহাসচিব আশীষ কুমার সিকদার, সদস্য মো. শাহাদৎ হোসেন (রতন), মালেক মল্লিক, মো. শিহাব উদ্দীনসহ অন্য নেতাকর্মীরাও রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টম্বর ০২, ২০১৫
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।