ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ইউনিস্যাবের সম্মেলন শুক্রবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
রাবিতে ইউনিস্যাবের সম্মেলন শুক্রবার

রাবি: ‘সুষম এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চাই সুশাসন প্রতিষ্ঠা’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইউনাইটেড নেশন ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এর উদ্যোগে চার দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার (০৪ সেপ্টেম্বর)।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান।



এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ইউনাইটেড ন্যাশন ইনফরমেশন সেন্টার- ঢাকার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ। সভাপতিত্ব করবেন ইউনিস্যাবের সভাপতি মামুন আলী মিয়া।

সারাদেশ থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশত শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করবেন। চার দিনব্যাপী এ সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সংসদীয় বিতর্ক ও একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে সহযোগী হিসেবে থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ন্যাশন ইনফরমেশন সেন্টার।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।