ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধামরাইয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
ধামরাইয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ধামরাই (ঢাকা): ধামরাইয়ের রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান।



শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজের মাঠে ১ম ব্যাচের এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ৬১ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জিপি-এ ৫ পাওয়া ছাত্রী হুসনেয়ারা আক্তার হাছনাকে স্বর্ণপদক উপহার দেন কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল আলীম খাঁন সেলিম।

কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খাঁন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক, সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, মেঘনা ব্যাংকের পরিচালক রেহেনা আশিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক রাশেক রহমান, কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।