ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক সমিতির কর্মসূচিতে পরিবর্তন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
রাবি শিক্ষক সমিতির কর্মসূচিতে পরিবর্তন

রাবি(রাজশাহী): প্রস্তাবিত অষ্টম পে-স্কেল পুনঃনির্ধারণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী প্রতি রোববারের ৩ ঘণ্টাব্যাপী কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছে শিক্ষক সমিতি।

এর পরিবর্তে মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা শনিবার সন্ধ্যায় বাংলানিউজকে জানান, অষ্টম পে-স্কেল পুনঃনির্ধারণের দাবিতে রাবি শিক্ষক সমিতির রোববারের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে শিক্ষক সমিতির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।  

এর আগে গত কয়েক সপ্তাহ ধরে প্রতি রোববার তিন ঘণ্টার কর্মবিরতি পালন করে আসছিল রাবি শিক্ষক সমিতি।

প্রফেসর আনন্দ কুমার সাহা আরও জানান, মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এ দিন সকাল ১১টায় একই দাবিতে প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হবে।

অষ্টম পে-স্কেল পুনঃনির্ধারণের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।