ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
শাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ ফাইল ফটো

শাবি (সিলেট): উপাচার্য বিরোধী আন্দোলনের নামে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন ও সমাবেশ হয়।



মহান মুক্তিযুদ্ধ ও মুক্ত চিন্তায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

সমাবেশ শেষে দুপুর সোয়া ১টায় এ প্রতিবেদন লেখার সময় ক্যাম্পাসের চলমান বিষয় নিয়ে মহান মুক্তিযুদ্ধ ও মুক্ত চিন্তায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের সংবাদ সম্মেলন চলছিল।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।