ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসিতে আরও ১৭ জন কৃতকার্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসিতে আরও ১৭ জন কৃতকার্য

বরিশাল: প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে আবেদনের পর বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন করে আরও ১৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন।



মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থীর বারো হাজার ৪১টি বিষয়ের আবেদন পড়েছিলো। এরমধ্যে ৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আবেদনকারীদের মধ্যে যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইলে এসএমএস করে ফল জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

গত ৯ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। অনুত্তীর্ণ ও প্রত্যাশিত ফল না আসা শিক্ষার্থীরা ফল চ্যালেঞ্জ করে ১০-১৬ আগস্ট পর্যন্ত টেলিটক মোবাইলে আবেদন করেন।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯ , ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।