ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ ইউনিটের বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা চলছে।  

এ ইউনিটের ১৮০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন সাত হাজার ৮৪ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৩৯ জন।

সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। মঙ্গলবার (২৪ নভেম্বর)  অনুষ্ঠিত হবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘ঙ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জেডএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।