ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালেও নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
হরতালেও নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলবে ফাইল ফটো

ময়মনসিংহ: জামায়াতের ডাকা হরতালেও সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির  ‘গ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, নির্ধারিত সময়েই আমাদের ভর্তি পরীক্ষা চলবে। ফলে শিক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বেলা ১১টায় ও জোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা একইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমএএমকে/আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।