ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ‘ঘ’ ইউনিটের প্রধান সমম্বয়কারী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, সোমবার সকালে এ ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.jkkniu.edu.bd  থেকে ফল জানতে পারবেন।

প্রসঙ্গত, রোববার অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৮০টি আসনের বিপরীতে ৭ হাজার ৮৪ জন শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।