ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন

গাজীপুর: প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতিকে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবর্তনের তারিখ নির্ধারণ, এতে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের আশীর্বাদ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী বছরের ৩০ নভেম্বর তারিখ নির্ধারণ করে দেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া ও প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।