ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষকদের আবাসনে সহায়তা দেবে এলকন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ঢাবি শিক্ষকদের আবাসনে সহায়তা দেবে এলকন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের আবাসন প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দেবে বৃটিশ কোম্পানি এলকন বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও এলকন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান অ্যান্টনি জন মোস্লে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সমিতির নেতা ও এলকন বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি সইয়ের পর এলকন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।