ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি’র সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্সে ভর্তি শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
রাবি’র সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্সে ভর্তি শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুই বছর মেয়াদী সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সের পঞ্চম ব্যাচে (জানুয়ারি ২০১৬) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশ-বিদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞানসহ যে কোনো ডিসিপ্লিন বা বিদ্যা শাখায় ন্যূনতম স্নাতক (সম্মান বা পাস) ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

রাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে ৫০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। আসনসংখ্যা ৫০টি। ভর্তির জন্য চার কিস্তিতে মোট এক লাখ টাকা কোর্স ফি প্রদান করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ফোন: ০৭২১-৭১১১৩৬; সেলফোন: ০১৭১৬৫৫২৩৯৬, ০১৭১৬৭৮৯৭৮৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।