ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ওকাসের ৩ দিনব্যাপী পুনর্মিলনী শুরু ২৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ওকাসের ৩ দিনব্যাপী পুনর্মিলনী শুরু ২৪ ডিসেম্বর

ঢাকা: সিলেট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রাণের প্লাটফর্ম ওকাসের পুনর্মিলনী শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর। তিন দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।



সিলেট ক্যাডেট কলেজ ক্যাপাসে অনুষ্ঠেয় এই পুনর্মিলনীর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।

চার বছর পর আয়োজিত এই মিলনমেলায় সিলেট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন। এই আনন্দঘন উৎসবে থাকবে স্মৃতিচারণ, নবীন ও সাবেক ক্যাডেটদের প্যারেডসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পীরা।

পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়ে গেছে। অংশগ্রহণে আগ্রহীরা www.ticketchai.com ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন ওকাসের www.ocas-scc.org ওয়েবসাইটে।

সরাসরি যোগাযোগ করতে পারেন মো. শাহনুর আলম (০১৮১৬৩৯৩০৫৮) ও  আব্দুল্লাহ-আল-কাওসার সনেট (০১৭১২৬৫৪৬৫০) এর সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।