ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
রুয়েটে মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইএমই ২০১৫) বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্ত হয়েছে।
 
রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় অডিটোরিয়ামে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি’র প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।



প্রধান অতিথির বক্তব্যে তিনি মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, ফ্লুয়িড, রোবটিক এবং ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো নিয়ে এই ধরনের কনফারেন্স আরও বেশি আয়োজন করা উচিত বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ বলেন, প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা প্রসারে এবং দক্ষ জনবল তৈরি করার ক্ষেত্রে রুয়েট অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এর ধারবাহিতা রক্ষা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনির্ভাসিটি’র প্রফেসর ড. ফিরুজ আলম এবং রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. ইমদাদুল হক।

রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ আয়োজিত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও ম্যাটেরিয়াল বিষয়ক শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সের টেকনিক্যাল সেশনে ১১৯ গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।