ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাকসুর ভোট গ্রহণে অসঙ্গতি না থাকলেও আয়োজনে ত্রুটি-বিচ্যুতি ছিল: পর্যবেক্ষক দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, অক্টোবর ১৬, ২০২৫
রাকসুর ভোট গ্রহণে অসঙ্গতি না থাকলেও আয়োজনে ত্রুটি-বিচ্যুতি ছিল: পর্যবেক্ষক দল গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রাকসু নির্বাচন পর্যবেক্ষক দল। ছবি: বাংলানিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনে ছোট-খাটো ত্রুটি-বিচ্যুতি থাকলেও ভোট গ্রহণে কোনো অসঙ্গতি ছিল না বলে জানিয়েছে পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পর্যবেক্ষক কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম রফিকুল ইসলাম।

রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ৯ সদস্যের এই কমিটি গঠন করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, সার্বিকভাবে নির্বাচনী ব্যবস্থা ও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে। এটি একটি যুগান্তকারী নির্বাচন। ভোট কেন্দ্রে স্থান সংকুলানসহ কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল, তবে ভোট গ্রহণে কোনো অসঙ্গতি চোখে পড়েনি।

ভোট কেন্দ্রে একটি প্যানেলের লিফলেট পাওয়ার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ভোট কেন্দ্রে এটি হয়েছে। ওই হলের প্রোভোস্ট আমাদের অবহিত করেছেন। এছাড়া আর কোনো কেন্দ্রে এমন ঘটনা ঘটেনি।

একটি কেন্দ্রে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা এমন কোনো অভিযোগ পাইনি। আমরা প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।

ইচ্ছাকৃতভাবে লাইন জ্যাম করে রাখার অভিযোগের বিষয়ে তিনি বলেন, কিছু হলের ভোটার সংখ্যা বেশি হওয়ায় এবং কেন্দ্রে জায়গা কম থাকায় দীর্ঘ লাইন হয়েছিল। তবে এটি ইচ্ছাকৃত নয়।

সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসসি/এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।