ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি সিন্ডিকেটে নতুন ৩ সদস্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ঢাবি সিন্ডিকেটে নতুন ৩ সদস্য

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে তিনজন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া ফিন্যান্স কমিটিও পেয়েছে নতুন একজন সদস্য।



বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর আর্টিকেল ২৩ এর ১ উপধারা অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ সিনেট অধিবেশন থেকে তাদের নির্বাচন করা হয়।

নির্বাচিত সিন্ডিকেট সদস্যরা হলেন, রেজিস্টার্ড গ্রাজ্যুয়েট প্রতিনিধি হিসেবে বাহলুল মাজনুন চুন্নু, শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক নাজমা শাহীন এবং বিশিষ্ট নাগরিক হিসেবে একেএম সামসুজ্জামান খান।

প্রার্থীদের সম্মতি নিয়ে একে একে তাদের নাম প্রস্তাব করেন অধ্যাপক আনোয়ার হোসেন। সমর্থন জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আর কোনো নামের প্রস্তাব না আসায় উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সম্মতি দেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।