ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করলেন সেনা প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করলেন সেনা প্রধান

ঢাকা: ঢাকা সেনা নিবাসের নির্ঝর আবাসিক এলাকায় নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ঢাকা ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

শনিবার (০২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন সেনাবাহিনী প্রধান। পরে তিনি দুটি স্কুল পরিদর্শন করেন।

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ বছর নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত (পঞ্চম শ্রেণি ছাড়া) শিক্ষা কার্যক্রম শুরু করেছে। ৪১ জন শিক্ষক ও ৩২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

অন্যদিকে ঢাকা ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত চালু হয়েছে যেখানে ২৪ জন শিক্ষক এবং ২২ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।