ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নারায়ণগঞ্জে স্কুলে কোচিং বন্ধের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
নারায়ণগঞ্জে স্কুলে কোচিং বন্ধের দাবিতে বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রীদের কোচিং ক্লাস বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

বুধবার (০৬ জানুয়ারি) বেলা দেড়টায় নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার ওই স্কুলের সামনে মিলিত হয়ে বিক্ষোভ করেন তারা।



এছাড়াও একই দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা।

আন্দোলনরত অভিভাবকরা বলেন, স্কুলে শিক্ষকরা নিয়মিত ক্লাস করান না। তাই ভালো ফলাফলের কথা বলে ও বাড়তি টাকা উপার্জনের জন্য স্কুলে কোচিংয়ের ব্যবস্থা করেছেন।

এ সময় ওই স্কুলের এক শিক্ষার্থীর বাবা বাংলানিউজকে বলেন, সকালে স্কুলে এলে স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশে অন্য শিক্ষকরা মেয়েদের কাছ থেকে জোর করে কোচিং ক্লাস করানোর নামে স্বাক্ষর নেয়। যেখানে লেখা ছিল মেয়েরা স্কুলের কোচিং করতে ইচ্ছুক। কিন্তু মেয়েরা ও আমরা অভিভাবকেরা এটা করাতে ইচ্ছুক না।

ওই সময়ে তারা স্কুলের ড্রেসের জন্য জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও করেন।

এসব অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা বাংলানিউজকে বলেন, এটি কোনো কোচিং ক্লাস নয়। স্কুলের দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস।

এছাড়াও এ বিশেষ ক্লাস সব শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ০২১৬
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।