ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগ

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্যের পদ থেকে অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (১০ জানুয়ারি) ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।



বিশ্ববিদ্যালয় ও শিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত শিক্ষা সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন বলেন, রোববার ড. মো. শাহিনুর রহমানের পদত্যাগ পত্র হাতে পেয়েছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, সকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপ-উপাচার্যের পদত্যাগ পত্রের বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমি শুনেছি, তিনি উপ-উপাচার্যের পদ ছেড়ে সকালে নিজ বিভাগে (ইংরেজি) যোগদান করেছেন।

তিনি আরো বলেন, পদত্যাগের কোনো অনুলিপি আমি পাইনি। এজন্য বিষয়টি ক্লিয়ার করে বলতে পারছি না।

পদত্যাগের বিষয়টি স্বীকার করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, আমি এ পদে দায়িত্ব পালন করে সম্মানীত হয়েছি ও আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এখন আমি আমার ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দয়িত্ব পালন করতে চাই।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।