ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শেকৃবি’তে শিক্ষকদের আন্দোলনে বন্ধ ক্লাস-পরীক্ষা

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জানুয়ারি ১১, ২০১৬
শেকৃবি’তে শিক্ষকদের আন্দোলনে বন্ধ ক্লাস-পরীক্ষা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অষ্টম জাতীয় পে-স্কেলে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার প্রতিবাদে দেশের অন্যান্য সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও (শেকৃবি) লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা।

সোমবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সমবেত হয়ে বেলা এগারোটা থেকে এ কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষকরা।

চলবে দুপুর একটা পর্যন্ত।

কর্মসূচির অংশ হিসেবে কোনো অনুষদেই অনুষ্ঠিতব্য ক্লাস-পরীক্ষা নিচ্ছেন না শিক্ষকরা।

ফলে কার্যত অচল হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম।   শুধু মাত্র ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণের জন্য  শিক্ষার্থীদের একাডেমিক ভবনে যেতে দেখা গেছে।

তবে মাসিক পরীক্ষা না হলেও ফাইনাল পরীক্ষা সময়মতো হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন একাধিক শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী বাংলানিউজকে বলেন, অষ্টম জাতীয় পে-স্কেলে শিক্ষকদের হেয় করা হয়েছে।

প্রস্তাবিত দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের এ কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।