ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব বৃহস্পতিবার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব বৃহস্পতিবার

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজন হচ্ছে বাউল সন্ধ্যারও।

এ উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে চলছে নানা আয়োজন।

গণ বিশ্ববিদ্যালয় ‘পিঠা  উৎসব ১৪২২’ শীর্ষক এ আয়োজন আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পিঠা উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ, উৎসাহ বিরাজ করছে। চারপাশে পিঠা উৎসবের পোস্টার, প্ল্যাকার্ড আর ফেস্টুনের ছড়াছড়ি।

আয়োজক শিক্ষার্থীরা জানান, গ্রাম বাংলার শীতের পিঠা ও বাউল গানের ঐতিহ্যগুলো তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি বাঙালি ঐতিহ্য সম্পর্কে অনেক বেশি সচেতন। পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চেতনার বিকাশ ঘটবে।

এসময় তিনি এই আয়োজনকে সফল করতে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

উৎসবের সমন্বয়কারী রিফাত মেহেদী জানান, গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এই পিঠা উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে হাজার বছরের পুরনো সংস্কৃতিকে নবীন প্রজন্মের কাছে উপহার হিসেবে তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।