ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘বি’ ইউনিটের তৃতীয় মেধা তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জবির ‘বি’ ইউনিটের তৃতীয় মেধা তালিকা প্রকাশ

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বি’ ইউনিটের মানবিক শাখায় মেধা তালিকার ৬৫২ থেকে ১১৮৭ পর্যন্ত, বিজ্ঞান শাখায় ১৬১ থেকে ৩২৪ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ৭৯ থেকে ২৪৮ পর্যন্ত নির্বাচিত প্রার্থীরা তৃতীয় মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তা না হলে মনোনয়ন বাতিল হয়ে যাবে।  

ভর্তি সংক্রান্ত সকল তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।