ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে চলছে কর্মবিরতি, বন্ধ শিক্ষা কার্যক্রম

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
শেকৃবিতে চলছে কর্মবিরতি, বন্ধ শিক্ষা কার্যক্রম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) টানা তৃতীয়দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা।



কর্মসূচির অংশ হিসেবে কোনো অনুষদেই ক্লাস-পরীক্ষা নিচ্ছেন না শিক্ষকরা। ফলে কার্যত অচল হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, যৌক্তিক দাবি মানা হলে আজ থেকেই ক্লাসে ফিরবেন তারা।

অষ্টম জাতীয় বেতন কাঠামোয় শিক্ষকদের পদমর্যাদা ক্ষুণ্ন হওয়ার প্রতিবাদ ও শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোসহ পাঁচদফা দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সোমবার (১১ জানুয়ারি) থেকে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে।  

রাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।