ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিজস্ব ক্যাম্পাসহীন প্রাইভেট ভার্সিটির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
নিজস্ব ক্যাম্পাসহীন প্রাইভেট ভার্সিটির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা

আশুলিয়া (ঢাকা): নিজস্ব ক্যাম্পাস ছাড়া অন্যত্র শিক্ষা কার্যক্রম পরিচালনা বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি করার পরও যেসব বিশ্ববিদ্যালয় আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্ভাবনাময় উচ্চশিক্ষার ক্ষেত্র উল্লেখ করে নাহিদ বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মানবৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিদেশি শিক্ষার্থীও এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৩০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায় পর্যন্ত ছেলে-মেয়ের সমতা নিশ্চিত করা হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে ৩ হাজার ৬৮৩ জন নবীন গ্র্যাজুয়েটের হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে ২৫০ জন বিদেশি শিক্ষার্থীও রয়েছে। এ সময় তিনি ১৪ কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মালয়েশিয়ার পারলিস প্রদেশের ক্রাউন প্রিন্স ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের চ্যান্সেলর টংকু সৈয়দ ফয়জুদ্দিন পুত্রা ইবনে টংকু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহাবুব ইসলাম, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মো. সবুর খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।