ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার

রাবি (রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে সোমবার (২৫ জানুয়ারি)।

রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রুয়েটের প্রেস অ্যান্ড পাবলিকেশন বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্ধারিত রুটিন অনুযায়ী সোমবার সকাল থেকে প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে শ্রেণিকক্ষে উপস্থিত হতে হবে।

কোনো শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে, রোববার বিকেলে রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ।

এসময় তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, রুয়েট সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় হতে চলেছে। প্রতি বছর এখানে যুগোপযোগী নতুন নতুন বিভাগ খোলা হচ্ছে। সরকারের সার্বিক সহায়তায় নানা অবকাঠামোগত উন্নয়ন চলছে এখানে।

খুব শিগগিরই রুয়েট দেশের মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অনেকের মধ্যে বক্তব্য রাখেন- যন্ত্রকৌশল অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তাফি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ অধ্যাপক ড. শহীদ উদ জামান।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।