ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে ছাত্রদলের মিছিল সমাবেশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জানুয়ারি ২৭, ২০১৬
বাকৃবিতে ছাত্রদলের মিছিল সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাকৃবি ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ ও সাধারণ সম্পাদক জসিম জদ্দিন জনির নেতৃত্বে মিছিল বের হয়।



মিছিলটি বাকৃবি ১নং নিরাপত্তা জোন সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত, বাকৃবি ছাত্রদলের সহ সভাপতি শরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ফরহাদ হোসেন, আরাফাত আদনান লিপু, মাহফুজ বাবু, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজন, দপ্তর সম্পাদক আতিক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মুজাহিদ, সহ সমাজসেবা সম্পাদক মনিরুজ্জামান, সহ দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম শামীম, সহ ক্রীড়া সম্পাদক আরিফ হাসান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ আল আসাদ, সহ আন্তর্জাতিক সম্পাদক শিহাব হাসান, সদস্য  মেহেদী হাসান, শামীম সুলতান শুভ, রাকিব হাসান, তমাল, সালাহউদ্দিন, শফিক, শোয়াইব, মাসুদ, মানিক, গালিব, রাব্বি, মমিত, কাফি, আলামিন, আবিদ, স্বপ্নীলসহ প্রায় শতাধিক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।