ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

কুবিসাসের সভাপতি রাসেল, সম্পাদক শফিউল্লাহ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, জানুয়ারি ২৮, ২০১৬
কুবিসাসের সভাপতি রাসেল, সম্পাদক শফিউল্লাহ

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন  হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মুহাম্মদ শফিউল্লাহ।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আহসান উল্যাহর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল হক রবি।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি তোফায়েল আহমেদ (দৈনিক খবরপত্র), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুসাইব (ডেইলি সান), অর্থ সম্পাদক মতিউর রহমান (দৈনিক সকালের খবর), তথ্য ও পাঠাগার সম্পাদক মো. আলমগীর হোসাইন (দৈনিক নয়াদিগন্ত), কার্যনির্বাহী সদস্য এস এস জোবায়ের (আমাদের সময়) ও মো. জাহিদুল ইসলাম (দ্য রিপোর্ট)।

এদিকে, কুবিসাসের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে কুবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, থিয়েটার, অনুপ্রাস-কণ্ঠচর্চা কেন্দ্র, পাঠাগার আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬ 
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।