ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসির পুনর্নিরীক্ষায় বরিশাল বোর্ডে বাড়লো ২৩টি জিপিএ-৫

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
জেএসসির পুনর্নিরীক্ষায় বরিশাল বোর্ডে বাড়লো ২৩টি জিপিএ-৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বরিশাল: জেএসসির পুনর্নিরীক্ষার প্রকাশিত ফলাফলে বরিশাল বোর্ডে ২৩ জিপিএ-৫ বেড়েছে। পাশাপাশি প্রথম ঘোষিত ফল অনুযায়ী অকৃতকার্য ৩৪ পরীক্ষার্থী এবার কৃতকার্য হয়েছে।



বরিশাল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের উপ-নিয়ন্ত্রক অরুণ গাইন জানান, এবার জিএসসি পরীক্ষার ফলাফলে খাতা পুনর্নিরীক্ষার জন্য ২ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী আবেদন করেছিল।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর জিএসসির পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১ জানুয়ারি থেকে বরিশাল বোর্ডের পরীক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষার আবেদন শুরু করে।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।