খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ইনসেফশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
আইকউএসি’র পরিচালক অধ্যাপক ড. তারাপদ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মেজবাউদ্দীন আহমেদ, স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. আবুল কাশেম, কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট অধ্যাপক ড. সঞ্জয় কুমার প্রমুখ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, রেজিস্ট্রারসহ ঊধ্বর্তন কর্মকর্তা ও প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এমআরএম/আরএইচএস/জেডএস