সিলেট: চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজি হাবিব হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৫ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারেক উদ্দিন তাজ বাংলানিউজকে এ তথ্য জানান।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিবিএ’র শিক্ষার্থী মো. সাগর হোসাইন ওরফে হোসাইন মো. সাগর, এমবিএ’র শিক্ষার্থী মো. আলাউর খান ইমরান, আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইলিয়াস আহমেদ পুনম, হারুন রশিদ হারুন, মো. সায়েদুর রহমান সুমন, মো. আব্দুল আওয়াল সোহান, ইংরেজি চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের আনিসুর রহমান আনিস, বিবিএ চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মইনুল ইসলাম মইনুল, ওই বিভাগের একই ব্যাচের মো. আশিক উদ্দিন আশিক, নয়ন রায় ও কাজী কামরুল আহমেদ, ইংরেজি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের বশির উদ্দিন আহমেদ তুহিন, বিবিএ দ্বিতীয় বর্ষের সুজন মিয়া, বিশ্বজিৎ দে বাপন ও ইসিই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাইদুর রহমান সায়মন।
সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো শিক্ষার্থী রাজনৈতিক অথবা সামাজিক যোগযোগ মাধ্যমে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শামীম আহমেদ, শামসি বেগম, রাজিব আহমেদ, প্রফেসর ড. মো. ইউনুস, বিজিত চৌধুরী, প্রফেসর মোহাম্মদ রুহুল আমীন ও রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী।
গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ সাগরসহ সন্ত্রাসীরা হামলা চালিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থবর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী কাজী হাবিবকে গুরুতর জখম করে। পরে ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬/আপডেট: ০৯৫৬ ঘণ্টা
এনইউ/টিআই