ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

আশা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের নবীনবরণ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আশা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের নবীনবরণ

ঢাকা: আশা বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষের স্প্রিং সেমিস্টারে ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিকুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, ট্রেজারার অধ্যাপক ড. একেএম হেলাল উজ জামান ও উপদেষ্টা অধ্যাপক মো. মঈন উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক, শিক্ষর্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।