ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী

ঢাকা: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী।

রোববার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে ‘নৈতিকতা, মূল্যবোধ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া’ প্রসঙ্গে শনিবার মত বিনিময় করেন মাহবুব আলী।



এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান ড. কুদরাত-ই-খুদা বাবু।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পৌঁছলে ড. কুদরাত-ই-খুদা, আইন বিভাগের শিক্ষক জিয়াউল হক, মাইসুমা সুলতানা এবং অন্যান্য শিক্ষকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সভায় মাহবুব আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ থাকা যেমন জরুরি, একইভাবে প্রত্যেকের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। তাহলেই একটি দেশ ও জাতি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরেই আগামীতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তাই এখন থেকেই তাদের সেভাবে প্রস্তুত হতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।