ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

নোবিপ্রবিতে ‘এ মিনিংফুল লাইফ’ শীর্ষক সেমিনার

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, ফেব্রুয়ারি ২২, ২০১৬
নোবিপ্রবিতে ‘এ মিনিংফুল লাইফ’ শীর্ষক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে A Meaningful Life শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


 
শিক্ষার্থীদের মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করা, জীবনের উদ্দেশ্য সম্পর্কে অবগত করা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ গঠন এবং দেশ ও সমাজের সেবায় উদ্বুদ্ধ করতে এ সেমিনারের আয়োজন করা হয়।
 
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক।  
 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইসকনের শ্রীমান পতিত উদ্ধরণ দাস ব্রহ্মচারী। সেমিনারে সভাপতিত্ব করেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার বসাক।  
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ সেমিনারটি সময়োপযোগী। আজকাল সমাজে-দেশে অস্থিরতা বিরাজ করছে। বাবা-মা তাদের সন্তানদের এখানে পাঠাচ্ছে জীবনকে গড়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে, তারা সঙ্গদোষে বিপথে যাচ্ছে। তাই তাদের সঠিক পথে ফেরানোর জন্য এ ধরনের সেমিনার দরকার।  
 
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।