ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা

লক্ষ্মীপুরে গণিত পরীক্ষায় বহিষ্কার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
লক্ষ্মীপুরে গণিত পরীক্ষায় বহিষ্কার ৪

লক্ষ্মীপুর: গণিত বিষয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে লক্ষ্মীপুরে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এদিন অনুপস্থিত ছিলো ৮০জন পরীক্ষার্থী।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রামগঞ্জ উপজেলার এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন ও নাগমুদ বাজার কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে ৩জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।  

এছাড়া, গণিত পরীক্ষায় এসএসসি’তে ৬১ জন, দাখিল পরীক্ষায় ১৬ ভোকেশনাল পরীক্ষায় ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

চলমান এসএসসি পরীক্ষায় জেলায় মোট ১৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৫৭৫, রামগঞ্জ উপজেলায় ২ হাজার ৯৩৮, কমলনগর উপজেলায় ৯৬৮, রামগতি উপজেলায় ১ হাজার ৭১৩, রায়পুর উপজেলায় ২ হাজার ১৫৬।

দাখিল পরীক্ষায় জেলায় মোট ৫ হাজার ১৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজর ৪৯৯, রামগঞ্জ ১ হাজার ৫৫, কমলনগর ৪৮৭, রামগতি ৫১১ ও রায়পুর উপজেলায় ৬৩৪ জন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।