ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ফাইল ফটো

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনার্সের ফরম পূরণে বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নামধারী ক্যাডাররা। এ ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, রহমত (২১) ও ইয়াজুল ইসলাম (২২) । তারা দু’জনেই তিতুমীর কলেজের শিক্ষার্থী।

বাংলানিউজকে জানান গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম হামলার ঘটনায় দুই ছাত্রের আহত হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীর অভিযোগ, ছাত্রলীগের ক্যাডাররা তাদের ওপর এ হামলা চালিয়েছে। ওই সব হামলাকারী তিতুমীর কলেজেরও শিক্ষার্থী বলেও জানান তারা।

আহত শিক্ষার্থী রহমত বাংলানিউজকে বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছিলাম। কর্মসূচি চলার সময় তিতুমীর কলেজের ছাত্রলীগের একটি গ্রুপ এসে আমাদের ওপর হামলা করে। তাদের সবার হাতেই চাপাতি, রামদা, স্ট্যাম্প ছিলো। এ সময় আন্দোলনরত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হন।

ইতিহাস বিভাগের অপর শিক্ষার্থী জহির জানান, ছাত্রলীগের ওই গ্রুপের কোপে দু’জন গুরুতর আহত হয়। এর মধ্যে রহমতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলেজের অন্য শিক্ষার্থীরা জানায়, দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত ফি ৩ হাজার এক’শ টাকা। তবে কলেজ নিচ্ছে ৪ হাজার দু্ই’শ ১৭ টাকা। এছাড়া ভর্তির জন্য নির্ধারিত ফি ১ হাজার ৯’শ টাকা। কিন্তু কলেজ নিচ্ছে দুই হাজার ৬’শ ২৬ টাকা।

তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, ‘অন্য কলেজের তুলনায় তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। নির্ধারিত টাকার থেকে অতিরিক্ত প্রায় দেড় হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। আমার এর প্রতিবাদ করলেও কোনো কাজ হচ্ছে না। উল্টো আমাদের ওপর হামলা চালানো হয়। ’

পুলিশ হামলাকারীদের আটক না করে সাধারণ শিক্ষার্থীদের আটক করছে বলেও অভিযোগ জানান তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।     

এ বিষয়ে গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম জানান, কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬/ আপডেট: ১৪৪৫ ঘণ্টা
এসজেএ/আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।