ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ডিবেটিং সোসাইটি অব ইকনোমিক্স এর নতুন কমিটি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জাবি ডিবেটিং সোসাইটি অব ইকনোমিক্স এর নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাকসুদুর রহমান আবিরকে সভাপতি এবং মুশফিক-উস-সালেহীনকে সাধারণ সম্পাদক করে ডিবেটিং সোসাইটি অব ইকনোমিক্স এর (ডিএসই) নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়েছে, ২০১৬ সালের কার্যকালের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে যারা দায়িত্ব গ্রহণ করেছে, সহ-সভাপতি (বিতর্ক) মোকলেছুর রহমান ইরান, সহ-সভাপতি (প্রশাসন) শাহরিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) আরাফাত রহমান নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আকবর খান, কোষাধ্যক্ষ শারমিন আহসান মুনা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোশাররাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন ইমন, প্রেস ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মুসা, সাংস্কৃতিক সম্পাদক সুলতানা জাহান মুন, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাফি আহমেদ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে, খুরশিদা জাহান মিতু, সারা ইসলাম রিতু, দীপ্তচন্দ্র ঘোষ, রেদোয়ান হোসেন খান, মেহেদী হাসান সুজন, সারোয়ার ইমরান।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।